বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ২১:০৯

বিনিয়োগ সহযোগিতা নিয়ে বিডার সাথে চীনা রাষ্ট্রদূতের আলোচনা

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ রাজধানীতে বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে বিনিয়োগ সহযোগিতা নিয়ে আজ রাজধানীতে রাষ্ট্রদূতের এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

চীনা দূতাবাস জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করে।