বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ২০:০৮

বার্সেলোনার সাথে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন মিডফিল্ডার লোপেজ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বার্সেলোনার তারকা মিডফিল্ডার ফারমিন লোপেজ চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করার বিষয়ে সম্মত হয়েছেন বলে শুক্রবার ক্লাবটি জানিয়েছে। এর মাধ্যমে প্রথম একাদশের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভবিষ্যৎ নিশ্চিত করল কাতালান ক্লাবটি।

এক বিবৃতিতে বার্সেলোনা লা মাসিয়া একাডেমির ২২ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিতে স্বাক্ষর করা হবে।

২০২৩/২৪ মৌসুমে অভিষেকের পর থেকেই পরিশ্রমী আক্রমণভাগের এই মিডফিল্ডার বার্সেলোনার স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। এ পর্যন্ত তিনি ১১৩ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন।

স্পেন জাতীয় দলের তিনি নিয়মিত সদস্য। ইউরো ২০২৪ জয়ী দলেরও অংশ ছিলেন।

গত এক বছরে যেসব গুরুত্বপূর্ণ খেলোয়াড় চুক্তি নবায়ন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন টিনএজার তারকা লামিন ইয়ামাল, রাফিনিয়া, গাভি, পেড্রি ও পও কুবার্সি। এবার এবার সেই তালিকায় যুক্ত হলেন লোপেজ।