শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তৃণমূল প্রোগামের আওতায় আজ বাফুফের কৃত্রিম টার্ফে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ ফুটবল একাডেমি ফেস্টিভ্যাল-২০২৬। এই ফেস্টিভ্যালে বিএফএফ ফুটবল একাডেমির মোট ১২০ জন ক্ষুদে ফুটবলার অংশ নেয়।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ফুটবলারদের বয়সভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়। ৮-১০ বছর, ১১-১৪ বছর এবং ১৫-১৬ বছর বয়সী ফুটবলাররা আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে ম্যাচে অংশ নেয়। এই আয়োজনে ক্ষুদে ফুটবলারদের মধ্যে উৎসাহ, আনন্দ ও প্রতিযোগিতামূলক মানসিকতা দেখা যায়।
ফেস্টিভ্যাল শেষে অংশগ্রহণকারী সকল ক্ষুদে ফুটবলারদের মাঝে মেডেল বিতরণ করা হয়। এছাড়াও রেডিয়েন্ট ফার্মাটিক্যালস-এর পক্ষ থেকে খেলোয়াড়দের গিফট বক্স প্রদান করা হয়।
সমাপানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন ও সাখওয়াত হোসেন ভূঁঞা শাহীন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।