বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:০৮

ভূটানকে ১২-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের শুভ সূচনা

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভূটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

বিজয়ী দল প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল।

ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন মুনকি আক্তার। এছাড়া কৃষ্ণা ও আলপি আক্তার হ্যাটট্রিক করেছেন।

২৮ মিনিটে মামনি চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তৃষ্ণা রানী। পরের মিনিটের সাথে ইনজুরি টাইমে পরপর দুই গোল করেন মুনকি।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমনাত্মক খেলা উপহার দেয়া পিটার বাটলারের দল। এই অর্ধে হয় আরো ৮ গোল। ৫৪ ও ৬০ মিনিটে দুই গোল করে তৃষ্ণা হ্যাটট্রিক পূরণ করেন। ৭৩ মিনিটে আলপি ব্যবধান ৭-০’তে নিয়ে যান। ৮১ মিনিটে মুনকি হ্যাটট্রিক পূরণ করেণ। ৮৬ মিনিটে আলপি নিজের দ্বিতীয় গোল করেন। ইনজুরি টাইমে মুনকির চতুর্থ ও অর্পিতার এক গোলের পর আলপির হ্যাটট্রিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী ২ ও ৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে যথাক্রমে ভারত ও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

লিগ পর্বের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।