শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শেষ পর্যন্ত টি২০ বিশ্বকাপে আর খেলা হচ্ছেনা অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলংকায় আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া নতুন দল ঘোষনা করেছে। ম্যাট শর্টের স্থানে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটার ম্যাথু রেনশ’কে।
টেস্ট অধিনায়ক কামিন্স পুরো গ্রীষ্ম জুড়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের এ্যাশেজ সিরিজে মাত্র একটি ম্যাচে খেলেছেন। পিঠের ইনজুরির কারনে প্রায় পুরোটা সময় তিনি বিশ্রামে ছিলেন।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় তার স্থানে দলে ডাকা হয়েছে বেন ডুয়ারশিসকে।
এ সম্পর্কে অসি নির্বাচক টনি ডোডমেইড বলেছেন, ‘পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্যাটের আরো কিছুদিন সময় লাগবে। তার পরিবর্তে এই মুহূর্তে বাঁ-হাতি পেসার বেন প্রস্তুত আছেন। বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত একজন ফিল্ডার ও লোয়ার অর্ডারে ব্যাটিং করার সামর্থ্য আছে বেনের। আশা করছি দুরন্ত গতির সাথে তার বোলিংয়ে অতিরিক্ত সুইং আমাদের কাজে আসবে। এছাড়া বেনের বোলিংয়ে বেশ বৈচিত্র্য আছে। উপমহাদেশের কন্ডিশনে সব মিলিয়ে তাকে দলভূক্ত করাই আমরা যৌক্তির মনে করেছি।’
প্রাথমিক স্কোয়াডে আরো একটি পরিবর্তন এসেছে, শর্টের স্থানে দলে এসেছেন রেনশ। বিগ ব্যাশ লিগে নিজেকে প্রমানে ব্যর্থ হওয়ায় শর্ট বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন।
উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় স্পিন নির্ভর স্কোয়াডই ঘোষনা করা হয়েছে। স্পিন বিভাগের মূল ভরসা এ্যাডাম জাম্পার সাথে পার্ট-টাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলতো রয়েছেন। এছাড়া বাঁ-হাতি ম্যাট কুনেমান ও কুপার কনোলি স্পিনার হিসেবে দলকে সহযোগিতা করবেন।
আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডুয়ারশিস, ক্যামেরন গ্রীন, ন্যাথান এলিস, জোস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টোয়িনিস, এ্যাডাম জাম্পা।