শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিসহ রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মত ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব এই সপ্তাহে শেষ ষোলোতে সরাসরি ওঠার জন্য লিগ পর্বের শেষ রাউন্ডে তীব্র লড়াইয়ে নামছে। আগামী বুধবার একসাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ১৫টি দল নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পথে রয়েছে। বাকি স্থানগুলোর জন্য আরও ১৭টি দল প্রতিদ্বন্দ্বীতা করবে।
শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে যাবে, আর পরের ১৬টি দল শুক্রবারের প্লে-অফ ড্রতে অংশ নেবে। গত মৌসুমে পিএসজি দেখিয়েছিল, প্লে-অফে খেললেও শিরোপা জেতা অসম্ভব নয়।
আর্সেনাল সাত ম্যাচে সাত জয় ও বায়ার্ন মিউনিখ ছয় জয় নিয়ে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। গত মৌসুমে লিগ পর্ব চালু হওয়ার পর আর্সেনাল প্রথম দল হিসেবে আট ম্যাচেই জয় পাওয়ার পথে রয়েছে। গ্রুপ টেবিলের তলানিতে থাকা কাইরাত আলমাতির মুখোমুখি হবে আর্সেনাল
বায়ার্নের ইউরোপে একমাত্র হার এসেছে নভেম্বর মাসে আর্সেনালের বিপক্ষে। ভিনসেন্ট কোম্পানির দল শেষ ম্যাচে পিএসভি এইনডোভেনের মাঠে যাবে।
প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হোসে মরিনহোর বেনফিকার মাঠে জিতলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে। লিভারপুল অ্যানফিল্ডে কারাবাগকে হারালেও তাদের লক্ষ্য পূরণ হবে। টটেনহ্যাম জানে এইনট্র্যাখ ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে জয় পেলেই তারা ঘরোয়া সমস্যার মাঝেও প্লে-অফ এড়িয়ে সরাসরি শেষ ষোলোতে যাবে।
ষষ্ঠ থেকে ত্রয়োদশ- এই আটটি দলই ১৩ পয়েন্টে আটকে আছে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে নিউক্যাসলের মুখোমুখি হবে। চেলসি এখন শীর্ষ-আটের শেষ স্থানে আছে, তবে সাবেক চেলসি কোচ এন্টোনিও কন্টের নাপোলির মাঠে তাদের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি রয়েছে যথাক্রমে নবম ও একাদশ স্থানে। ওপরের দলগুলোর কেউ হোঁচট খেলেই তারা শীর্ষ আটে ঢুকে পড়তে পারে। পিএসজি বা নিউক্যাসল, অন্তত একটি দল পয়েন্ট হারাবেই। সেই সুযোগের অপেক্ষায় থাকবে বার্সা ও সিটি।
স্পোর্টিং লিসবন, এ্যাথলেটিকো মাদ্রিদ ও আটালান্টাও লড়াইয়ে রয়েছে। টানা তিন ম্যাচ হারা ইন্টার ও জুভেন্টাসের পয়েন্ট ১২। বুধবারের ফল যাই হোক, এই দলগুলো লিগ পর্ব পেরিয়ে যাবে।
বরুশিয়া ডর্টমুন্ড প্রায় নিশ্চিতভাবেই গ্যালাতাসারের সঙ্গে নকআউটে উঠছে। আজারবাইজানের কারাবাগ গত সপ্তাহে ফ্র্যাংকফুর্টের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ওঠার পথে রয়েছে।
বর্তমানে শীর্ষ ২৪-এ রয়েছে মার্সেই, বায়ার লেভারকুসেন, মোনাকো, পিএসভি, অ্যাথলেটিক বিলবাও ও অলিম্পিয়াকোস। তবে তাদের নিচে থাকা সাতটি দল এখনও পাল্টা লড়াইয়ে ফেরার আশা করছে।
ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিই সবচেয়ে বড় নাম হিসেবে নকআউট মিস করতে পারে। গোল ব্যবধানে পিছিয়ে তারা অলিম্পিয়াকোসের পেছনে ২৫তম স্থানে রয়েছে।
এফসি কোপেনহেগেনেরও আট পয়েন্ট, তবে শেষ ম্যাচে তাদের বার্সেলোনার মাঠে খেলতে হবে। সাবেক ইউরোপীয় চ্যাম্পিয়ন বেনফিকা ও আয়াক্সকে টিকে থাকতে হলে জয় ভিন্ন বিকল্প পথ খোলা নেই।
নতুন দল কাইরাত ও ভিয়ারিয়ালল সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে। স্লাভিয়া প্রাগ এখনও জয়ের মুখ দেখেনি।