বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২১:৪০

এসজিসিসিপি নাইট গলফ টুর্নামেন্ট-২০২৬ সমাপ্ত

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গায় (এসজিসিসিপি) নাইট গলফ টুর্নামেন্ট-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সফলভাবে শেষ হয়েছে।  

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন স্কোয়াড্রন লিডার মো. ফাবে-উজ-জামান। মো. গিয়াস উদ্দিন রানার-আপ এবং কমান্ডার জাবেদুর রহিম দ্বিতীয় রানার-আপ হন। 

নারী বিভাগে চ্যাম্পিয়ন হন আইরিন সুলতানা। 

সেরা গ্রস পুরস্কার জিতেছেন লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল ইসলাম এবং সেরা গ্রস (নারী) নির্বাচিত হন কামরুন নেসা এহসান। 

নিয়ারেস্ট টু দ্য পিন পুরস্কার জিতেছেন স্কোয়াড্রন লিডার সাদমান জয়।

টুর্নামেন্টে মোট ১৬৯ জন গলফার অংশ নেন, যার মধ্যে ছিলেন ২৬ জন নারী।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং এবং শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. আবদুল্লাহ আল-মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএন ফর্মুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী। 

এছাড়াও এবিএন ফর্মুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নবীন আনোয়ার, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।