বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫৫
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬

রেকর্ড ষষ্ঠ শিরোপা পার্থ স্কোর্চার্সের

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের ১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে পার্থ স্কোর্চার্স। 

আজ টুর্নামেন্টের ফাইনালে পার্থ ৬ উইকেটে হারিয়েছে স্টিভেন স্মিথ-মিচেল স্টার্কের দল সিডনি সিক্সার্সকে। এই নিয়ে বিগ ব্যাশে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হল পার্থ স্কোর্চার্স।

দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা ঘরে তুলে সিডনি সিক্সার্স। 

ঘরের মাঠে শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে সিডনিকে ব্যাটিংয়ে পাঠায় পার্থ স্কোর্চার্স। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সিডনিকে ২০ ওভারে ১৩২ রানে গুটিয়ে দেয় পার্থ।

সিডনির হয়ে সর্বোচ্চ ২৪ রান করে করেন স্টিভেন স্মিথ-জশ ফিলিপ ও অধিনায়ক মইসেস হেনরিক্স। 

স্কোর্চার্সের জেই রিচার্ডসন ও ডেভিড পেইনি ৩টি করে উইকেট নেন। 

জবাবে ১৫ বল বাকী থাকতে শিরোপা জিতে স্কোর্চার্স। মিচেল মার্শ ৪৪, ফিন অ্যালেন ৩৬ ও জশ ইংলিশ অপরাজিত ২৯ রান করে দলের শিরোপা জয়ে অবদান রাখেন। 

এবারের আসরে অংশ নিয়েছিলেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার খেলতে নেমে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন রিশাদ। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনিই। টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ শিকারী রিশাদ। ১৫টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার পার্থ র্স্কোচার্সের কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লয়েড পোপ। 

এবারের আসরের চ্যালেঞ্জার পর্ব থেকে বিদায় নেয় রিশাদের হোবার্ট। প্লে অফের চ্যালেঞ্জার ম্যাচে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হারে গত আসরের চ্যাম্পিয়ন হোবার্ট।