বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ২০:১৯

হ্যামস্ট্রিং ইনজুরিতে এক মাসের জন্য মাঠের বাইরে বার্সা তারকা পেড্রি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বার্সেলোনার মিডফিল্ডার পেড্রি গঞ্জালেজ এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েনন পেড্রি।

বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, “আজ সকালে করা পরীক্ষায় জানা গেছে প্রথম দলের খেলোয়াড় পেড্রির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির চোট রয়েছে। তার সেরে উঠতে এক মাস সময় লাগবে।”

২৩ বছর বয়সী স্পেন জাতীয় দলের এই মিডফিল্ডার আগামী সপ্তাহে কোপেনহেগেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া তিনি লা লিগায় রিয়াল ওভিয়েডো, এলচে, জিরোনা ও মায়োর্কার বিপক্ষের ম্যাচগুলোও মিস করবেন।

যদি বার্সেলোনা ৩ ফেব্রুয়ারি কোপা দেল রেতে দ্বিতীয় টায়ারের দল আলবাসেতেকে হারাতে পারে, তাহলে পেড্রি পরের সপ্তাহে সেমিফাইনালের প্রথম লেগেও খেলতে পারবেন না।