শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারনী ম্যাচ।
লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ছিল রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে উঠে রাজশাহী। সমানসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় চট্টগ্রাম। প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। ঐ ম্যাচে ৬ উইকেটের জয়ে ফাইনালে নাম লেখায় চট্টগ্রাম।
প্রথম কোয়ালিফাইয়ারে হেরে গেলেও ফাইনাল খেলার সুযোগ ছিল রাজশাহীর। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।
লিগ পর্বে দু’বার দেখা হয়েছে রাজশাহী ও চট্টগ্রামের। প্রথম দেখায় ২ উইকেটের জয় পায় চট্টগ্রাম। ফিরতি লেগে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।
লিগ পর্ব ও কোয়ালিফাইয়ার মিলিয়ে রাজশাহীর বিপক্ষে তিনবারের দেখায় দু’বার জয় পেয়েছে চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে এগিয়ে থেকেই ফাইনালে খেলতে নামবে চট্টগ্রাম।