শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ক্রিকেটাররা অনুপস্থিত থাকায় আজকের জন্য নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দু’টি ম্যাচ স্থগিত হয়েছে।
আজ চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের ঢাকা পর্ব শুরু হবার কথা ছিল। দিনের অন্য ম্যাচ ছিল সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের।
ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) দেশের ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। খেলোয়াড়দের নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে সংগঠনটি।
পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল ইসলামকে সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির তাৎক্ষণিক পদক্ষেপ সত্ত্বেও মাঠে ফিরেননি ক্রিকেটাররা। ফলে ম্যাচগুলো স্থগিত হয়ে যায়।