শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে পুরুষ বিভাগে ডিসেম্বরের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আর নারী বিভাগে সেরা হন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।
আজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ডিসেম্বর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে।
পুরুষ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় থাকা ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস ও নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে টপকে মাস সেরা হন স্টার্ক।
ডিসেম্বরে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলেছেন স্টার্ক। ৩ টেস্টে ১৬ উইকেট শিকার করেন তিনি। এরমধ্যে ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন স্টার্ক। ঐ টেস্টে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই পেসার। এছাড়া ব্যাট হাতেও দলের জন্য ২টি হাফ-সেঞ্চুরিতে ১৩৯ রান উপহার দেন স্টার্ক।
এই প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে সেরা হলেন স্টার্ক। তবে ঠিক দুই বছর পর অস্ট্রেলিয়ার কোন পুরুষ ক্রিকেটার মাস সেরার পুরস্কার জিতলেন। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন পেসার প্যাট কামিন্স।
নারীদের বিভাগে মাস সেরা হবার পথে স্বদেশি সুনে লুস এবং ভারতের শেফালি ভার্মাকে পেছনে ফেলেছেন উলভার্ট।
এই নিয়ে দ্বিতীয়বার মাস সেরা হলেন উলভার্ট। গত নারী ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৭১ রান করে গেল অক্টোবরের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।
গত মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২টি সেঞ্চুরিতে ২৫৫ রান করেন উলভার্ট। এছাড়াও দু’টি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে- অপরাজিত ১১৫ ও ২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।