শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেছেন, চলতি সপ্তাহে রিয়াল মাদ্রিদ অন্য কোচ নিয়োগ দিলেও ফুটবলে জাভি আলোনসোর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।
রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ফ্লিকের বার্সেলোনা আলোনসোর রিয়াল মাদ্রিদকে হারায়। এর এক দিন পরই লস ব্ল্যাঙ্কোসরা কোচ আলোনসোর সঙ্গে চুক্তি বাতিল করে এবং আলভারো আরবেলোয়াকে নিয়োগ দেয়।
বৃহস্পতিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আমাদের এগিয়ে যেতে হবে, কীভাবে আরও ভালো করা যায় সেটা ভাবতে হবে। তবে সে একজন অসাধারণ কোচ এবং তার সামনে দারুণ ভবিষ্যৎ রয়েছে।”
২০২৪ সালে বায়ার লেভারকুসেনকে অপরাজিত বুন্দেসলিগা জেতানো আলোনসো মাদ্রিদের দায়িত্বে ছিলেন আট মাসেরও কম সময়। তবুও ফ্লিক মনে করেন, সাবেক লিভারপুল ও বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার খুব শিগগিরই আরেকটি বড় দায়িত্ব পাবেন।
ফ্লিক বলেন, “এটা ফুটবল, আর এটা আমার সিদ্ধান্তের বিষয় নয়। তবে আমি বলতে পারি, জাভির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। জার্মান জাতীয় দলের কোচ থাকার সময় লেভারকুসেনে আমি তার সঙ্গে দেখা করেছি এবং সব সময় যোগাযোগ রেখেছি। সে একজন দুর্দান্ত কোচ। এটা ফুটবল, আমাদের এসব মেনে নিতে হয়। আমি তার জন্য শুভকামনা জানাই এবং আমার বিশ্বাস, সে দ্রুতই নতুন একটি বড় প্রকল্প পাবে।”