বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:০৭
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:২২

বছরে তিনটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না রশিদ-নবিরা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বছরে তিনটির বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না আফগানিস্তানের ক্রিকেটাররা। গতকাল কাবুলে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

এসিবি জানায়, আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই বিদেশি লিগ নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী অক্টোবরে প্রথমবারের মত পাঁচ শহরের নামে সংযুক্ত আরব আমিরাতে এপিএল শুরু হবে। এপিএল ছাড়া বছরে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন রশিদ খান ও মোহাম্মদ নবিরা। 

এক বিবৃতিতে এসিবি জানায়, ‘ক্রিকেটারদের ফিটনেসের সুরক্ষা ও মানসিকভাবে ভাল থাকার বিষয়কে প্রাধান্য দিয়ে বিদেশি লিগের ব্যাপারে নতুন নীতি অনুমোদন করেছে বোর্ড। এখন থেকে আফগানিস্তান প্রিমিয়ার লিগ ছাড়া আর তিনটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন ক্রিকেটাররা। কাজের চাপ ও জাতীয় দলের হয়ে সেরা পারফরমেন্স নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বোর্ড।’

এসিবির এই সিদ্ধান্তে প্রভাব পড়বে ক্রিকেটারদের মধ্যে। কারণ আফগানিস্তানের শীর্ষ  ক্রিকেটাররা বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চইজি লিগে খেলে থাকেন। এরমধ্যে রয়েছেন সবচেয়ে বড় তারকা রশিদ খান। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগ স্পিনার। ৫১২ ম্যাচে ৬৯১ উইকেট নিয়ে সবার উপরে আছেন রশিদ।

এছাড়াও আফগানিস্তানের হয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেন মোহাম্মাদ নবি, নুর আহমাদ, আজমতুল্লাহ ওমারজাই, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রাহমান, এএম গাজানফার, নাভিন উল হাক, ফজলহক ফারুকি।