শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে বোর্ড পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটারদের স্বার্থই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করে এবং সংস্থার স্বার্থ বিবেচনায় অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি।’
বিসিবি আরও জানায়, ‘বিসিবির সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতির উপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বোর্ডের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্বান্ত নেওয়া হয়েছে।’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্রিকেটারদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বিসিবি। বোর্ড তার আওতাধীন সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সম্প্রতি প্রকাশ্যে ক্রিকেটারদের সমালোচনা করার পর বিসিবির পরিচালকের পদ থেকে নাজমুলের পদত্যাগ দাবি করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)।
কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেট মাঠে ফিরবে না খেলোয়াড়রা।
বিসিবির আশা, নাজমুলের ব্যাপারে বোর্ডের পদক্ষেপের পর ক্রিকেটাররা দ্রুত মাঠে ফিরবেন এবং চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পুনরায় শুরু হবে।
আজ বিপিএলে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, ‘বিসিবি আশা করে, এই চ্যালেঞ্জিং সময়ে সকল ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিজেদের সেরাটা অব্যাহত রাখবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ক্রিকেটাররা।’