বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

নতুন অধিনায়কের অধীনে টি-২০ বিশ্বকাপ খেলবে কানাডা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নতুন অধিনায়ক দিলপ্রীত বাজওয়ারের নেতৃত্বে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কানাডা ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত জাতীয় দলকে নেতৃত্ব দেবেন দিলপ্রীত।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের টুর্নামেন্টে কানাডার সর্বশেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কির্টন। তার জায়গায় বিশ্বকাপের মত বড় আসরের জন্য দলের গুরুদায়িত্ব পেয়েছেন দিলপ্রীত। 

অক্টোবরে কানাডার সুপার সিক্সটি টি-টেন টুর্নামেন্টে দু’টি চোখ ধাঁধানো ইনিংস খেলেন দিলপ্রীত। ১৮ বলে ৫৭ এবং ২২ বলে ৬৮ রানের সুবাদে বিশ্বকাপ মঞ্চে জাতীয় দলের নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে দিলপ্রীতের হাতে। 

২০২৩ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর কানাডার হয়ে ৯টি ওয়ানডেতে ১০৮ রান এবং ১৭টি টি-টোয়েন্টিতে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৭ রান করেন দিলপ্রীত। 

বিশ্বকাপের জন্য কানাডার ১৫ সদস্যের দলে আরও আছেন- সাদ বিন জাফর, কালিম সানা, দিলন হেইলিগার, নিকোলাস কির্টন ও নাভনীত ঢালিওয়ালিও। এদের মধ্যে টি-টোয়েন্টিতে কানাডাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে সাদ-কির্টন ও ঢালিওয়ালির। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মত খেলবে কানাডা। ২০২৪ সালে প্রথমবারের মত বিশ্বকাপে খেলেছিল তারা।  

আসন্ন আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে কানাডা। সেখানে তাদের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ৯ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কানাডা। 

কানাডা দল : দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), অজয়ভীর হুন্দল, অনশ প্যাটেল, দিলন হেইলিজার, হার্শ থাকের, জাসকারানদীপ বুট্টার, কালীম সানা, কানওয়ারপাল টাথগুর, নভনীত ধালিওয়াল, নিকোলাস কীর্তন, রবিন্দরপল সিং, সাদ বিন জাফর, শিভম শর্মা, শ্রেয়াস মোভা ও যুবরাজ সাম্রা।