বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৭:০০
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৯:২৪

রাজশাহীকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে রংপুর

ছবি : বাসস

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তাওহিদ হৃদয়ের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২১তম ম্যাচে জয়ের জন্য রাজশাহী ওয়ারিয়র্সকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করে রংপুর। ৫৬ বলে অপরাজিত ৯৭ রান করেন হৃদয়। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭২ রানে ৩ উইকেট হারায় রংপুর। কাইল মায়ার্স ও ইফতিখার আহমেদ ৮ রান করে এবং লিটন দাস ১১ রানে আউট হন। 

এরপর চতুর্থ উইকেটে খুশদিল শাহকে নিয়ে ব্যাট হাতে ঝড় তুলেন ওপেনার হিসেবে নামা হৃদয়। ৫১ বলে ১০৫ রানের জুটি গড়েন তারা। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করে রংপুর।

৪টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে ৪৪ রানে থামেন খুশদিল। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৯৭ রানে অপরাজিত থাকেন হৃদয়। তার ৫৬ বলের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা ছিল। 

রাজশাহীর পক্ষে বল হাতে তানজিম হাসান-রিপন মন্ডল-জেমস নিশাম ও সন্দ্বীপ লামিচানে ১টি করে উইকেট নেন।