শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় নিরাপত্তা কথা চিন্তা করে ভারতের মাটিতে জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
বিসিবি আরও জানায়, ‘আজ বিকেলে পরিচালনা পর্ষদের একটি জরুরি সভায় ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে আলোচনা করা হয়। বর্তমান পরিস্থিতি এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সরকারের পরামর্শ বিবেচনা করে, পরিচালনা পর্ষদ সিদ্বান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতে ভ্রমণ করবে না।’
বিসিবি জানায়, ‘পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোন ভেন্যুতে স্থানান্তরেরর কথা বিবেচনা করার জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি।’
পরিস্থিতি সম্পর্কে আইসিসির বোধগম্যতা এবং এই বিষয়ে জরুরি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে বিসিবি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
টুর্নামেন্ট শুরুর দিন ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।