শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট নামিবিয়া (সিএন)। টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে নেতৃত্ব দেবেন জেরার্ড এরাসমুস।
এখন পর্যন্ত ২০২১, ২০২২ ও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে নামিবিয়া। সবগুলো টুর্নামেন্টেই নামিবিয়াকে নেতৃত্ব দিয়েছেন এরাসমুস। আরও একটি বিশ্বকাপে দলকে নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েছেন তিনি।
২০১৯ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাট নামিবিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান এরাসমুস। এরপর ৭৬ ম্যাচে নেতৃত্ব দেন তিনি। তার অধীনে ৪৭টিতে জয়, ২৮টিতে হার ও ১টি ম্যাচ টাই করে নামিবিয়া।
বিশ্বকাপ দলে রুবেন ট্রাম্পেলম্যান, জ্যান ফ্রাইলিঙ্ক, জে জে স্মিট ও নিকোল লফটি-ইটনের মত অভিজ্ঞ ক্রিকেটার রেখেছে নামিবিয়া।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে নামিবিয়া। সেখানে নামিবিয়ার প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
২০২১ সালে সুপার টুয়েলভে উঠলেও, পরের দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় নামিবিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দল : জেরার্ড এরাসমুস (অধিনায়ক), জেন গ্রিন, বার্নাড স্কল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জে জে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, লোরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, নিকোল লফটি-ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকাঙ্গো, জে সি বাল্ট, ডিলান লাইচর, মাইবার্গ ও ম্যাক্স হেইঙ্গো।
ট্রাভেলিং রিজার্ভ : আলেকজান্ডার ভোলসচেঙ্ক