বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ২০:১০

রাবাদাকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইনজুরি আক্রান্ত পেসার কাগিসো রাবাদাকে নিয়েই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)।

পাঁজরের ইনজুরির কারণে গত নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি রাবাদা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু এক ম্যাচ খেলে পুরানো ইনজুরিতে আবারও মাঠে বাইরে ছিটকে যান রাবাদা। এজন্য আগামী বিশ্বকাপের রাবাদার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে শঙ্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন রাবাদা।

রাবাদাসহ ছয়জন পেসার নিয়ে বিশ্বকাপ দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যরা হলেন-এনরিচ নর্টি, মার্কো জানসেন, কর্বিন বশ, লুঙ্গি এনগিডি ও কোয়েনা মাফাকা।

আসন্ন বিশ্বকাপের দলে থাকা সাতজনই প্রথমবারের মত মেগা ইভেন্টে খেলবেন। দুই পেসার মাফাকা ও বশের সাথে আছেন তিন ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি ও জেসন স্মিথ এবং দুই অলরাউন্ডার জর্জ লিন্ডে ও ডনোভান ফেরেইরা।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দক্ষিণ আফ্রিকা দলের সাতজন খেলোয়াড় এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন। এরমধ্যে আছেন গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। তার সাথে গত বিশ্বকাপে খেলেছিলেন অধিনায়ক আইডেন মার্করাম, ডেভিড মিলার, কেশব মহারাজ, মার্কো জানসেন ও নর্টি। মার্করামের নেতৃত্বে গত বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার স্পিন বিভাগ সামলাবেন দুই বিশেষজ্ঞ কেশব মহারাজ ও জর্জ লিন্ডে।

আগামী মাসে ভারত-শ্রীলংকার মাটিতে যৌথভাবে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা। ঐ গ্রুপে তাদের প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ৯ ফ্রেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, জেসন স্মিথ, ডনোভান ফেরেইরা, টনি ডি জর্জি, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, কর্বিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিচ নর্টি ও কোয়েনা মাফাকা।