বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১০:৩৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি : বাসস

মানিকগঞ্জ, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঘন কুয়াশায় পদ্মা নদীর রুট ঢেকে যাওয়ার ফলে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। এ কারণে আজ শুক্রবার ভোর ৩টা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র তথ্য জানিয়েছে। 

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকল ইঞ্জিনচালিত নৌকা এবং লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, ঘন কুয়াশায় নদীর তলদেশ ঢেকে যাওয়ার ফলে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। এ কারণে আজ ভোর ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

এতে পাটুরিয়া ঘাটে চারটি ফেরি গোলাম মওলা, ভাষা শহীদ শহীদ বরকত, শাহ পরাণ এবং শাহ এনায়েতপুরী আটকা পড়ে। এছাড়া দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি শাহ মকদুম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং হাসনা হেনা এবং পদ্মার মিডড্রাইভারে দুটি ফেরি কেরামত আলী এবং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে পড়ে।

পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, নদীপথে ব্যয়বহুল ফগ লাইট দীর্ঘদিন ধরে কাজ করছে না। ফলে যা দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। এতেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।