শিরোনাম

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রিমিয়াার লিগ ক্লাব চেলসি বৃহস্পতিবার জানিয়েছে, মাত্র ১৮ মাস দায়িত্বে থাকার পর প্রধান কোচের পদ ছেড়েছেন এনজো মারেসকা।
ইতালিয়ান কোচ স্ট্যামফোর্ড ব্রিজ ত্যাগের সময় চেলসি শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে প্রিমিয়র লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। লিগে তাদের শেষ সাত ম্যাচে জয় এসেছে মাত্র একটি।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, “চেলসি ফুটবল ক্লাব ও প্রধান কোচ এনজো মারেসকা পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি শেষ করেছে।”
সাম্প্রতিক খারাপ ফলাফলের মধ্যে মারেসকার অবস্থান নিয়ে আলোচনা চলছিল। এ সময় কোচ ও ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, এমন প্রতিবেদনের কথাও উঠে আসে।
চেলসি আরও যোগ করে, “চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাসহ চারটি প্রতিযোগিতায় এখনো গুরুত্বপূর্ণ লক্ষ্য সামনে রয়েছে। এনজো ও ক্লাব মনে করে, পরিবর্তন আনলে দলকে আবার সঠিক পথে ফেরানোর সেরা সুযোগ তৈরি হবে।”
অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ডাগ আউটে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চেলসির মূল কোম্পানি ব্লুকোর মার্কিন ধনকুবের টড বোলির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের মালিকানাধীন ও এর অধীনে থাকা ফরাসি ক্লাব স্ট্রার্সবার্গের প্রধান কোচ লিয়াম রোজেনিয়ার মারেসকার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন। যদিও ৪১ বছর বয়সী এই কোচের প্রিমিয়ার লিগে কাজ করার অভিজ্ঞতা নেই।
মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে নাটকীয় ড্রয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হননি মারেসকা। তবে তার অনুপস্থিতির কারণ হিসেবে অসুস্থতার কথা বলা হয়।
এই ড্রয়ের ফলে চলতি মৌসুমে ঘরের মাঠে চেলসি ১৩ পয়েন্ট হারিয়েছে, যা আর্সেনালের সঙ্গে ১৫ পয়েন্টের ব্যবধানের বড় অংশ।
বোর্নমাউথ ম্যাচে এক ঘণ্টার কিছু পর কোল পালমারকে বদলি করায় চেলসি সমর্থকদের দুয়ো শুনতে হয় মারেসকাকে।
গত ১৩ ডিসেম্বর এভারটনের বিপক্ষে লিগ ম্যাচে জয়ের পর মারেসকা বলেছিলেন, চেলসির অনেকেই তাকে ও দলকে “সমর্থন করেননি”। সে বক্তব্যে তিনি অনড় ছিলেন। বারবার অনুরোধ সত্ত্বেও তিনি বক্তব্যটির ব্যাখ্যা দিতে রাজি হননি, তবে জোর দিয়ে বলেছেন এটি সমর্থকদের বিরুদ্ধে আক্রমণ ছিল না।
৪৫ বছর বয়সী মারেসকা বলেন, এভারটনের বিপক্ষে ২-০ গোলে জয়ের আগের দিনগুলো ছিল চেলসিতে তার সময়ের “সবচেয়ে খারাপ ৪৮ ঘণ্টা”।
নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারানোর পর চেলসিতে মারেসকার ভাবমূর্তি ছিল তুঙ্গে। তবে লিডস, আটালান্টা ও অ্যাস্টন ভিলার বিপক্ষে হতাশাজনক পরাজয়গুলো ব্লুজ কোচের ওপর চাপ বাড়িয়ে দেয়।
মারেসকাকে ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও দেখা হচ্ছিল। মারেসকা দুইবার চেলসিকে ম্যান সিটির সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলেন। গার্দিওলার সহকারী হিসেবে আগে কাজ করা এই কোচের চুক্তি অনুযায়ী অন্য ক্লাবের সঙ্গে আলোচনার বিষয়টি ক্লাবকে জানানো বাধ্যতামূলক ছিল।
চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে চেলসি বর্তমানে ১৩তম স্থানে রয়েছে। শীর্ষ আটে থেকে শেষ করে চেলসির সরাসরি শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা কম। তবে তারা লিগ কাপের সেমিফাইনালে উঠেছে, যেখানে দুই লেগের ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।
মারেসকার বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত, সঙ্গে আরও এক বছরের ক্লাব অপশন ছিল।
২০২৫ সালে চেলসি উয়োফা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করে। মারেসকা তার একমাত্র পূর্ণ মৌসুমে চেলসিকে প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে রেখে আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়েছিলেন।
চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেলা সামাজিক যোগাযোগমাধ্যমে মারেসকার সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, “সব কিছুর জন্য ধন্যবাদ, মিস্টার এবং আপনার স্টাফদেরও। প্রথম দিন থেকেই কাজ ও আস্থার জন্য, আর স্মৃতিগুলোর জন্য।”