শিরোনাম

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক শোক বই স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, শিল্পী ও সাধারণ নাগরিকরা গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এই শোক বইয়ে স্বাক্ষর করেন।
শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়া একাডেমির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, নাট্যশিল্পী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীরা এতে অংশ নেন।
অন্যান্যদের মধ্যে শোক বইয়ে স্বাক্ষর করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট চিত্রনায়ক উজ্জ্বল, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকন।
আরও স্বাক্ষর করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ চৌধুরী, জাবেদ আহমেদ কিসলু, প্রকৌশলী মো. জাকির হোসেন, কেন্দ্রীয় সদস্য ডা. আরিফ মোল্লা, কবি এনামুল হক জুয়েল, সংগীতশিল্পী আশরাফ শাহীন, শাহিনুর আবেদীন, মিঠু, হোসেন সাঈদ, নোয়াব মাঝি ও শামসুল ইসলামসহ আরও অনেকে।