শিরোনাম

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : পেসার ম্যাথু পটস ও স্পিনার শোয়েব বশিরকে নিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চলমান অ্যাশেজ সিরিজে দলে থাকলেও শেষ হওয়া প্রথম চার টেস্টের একটিতেও খেলেননি পটস ও বশির।
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট থেকে ছিটকে যান ইংলিস পেসার গাস অ্যাটকিনসন। ইতোমধ্যে চলতি সিরিজে পেসার মার্ক উড হাঁটুর ইনজুরিতে এবং জোফরা আর্চার পেশির ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন।
এজন্য তাদের জায়গায় শেষ টেস্টের দলে সুযোগ পাবার দৌড়ে ছিলেন পটস ও পেসার ম্যাথু ফিশার এবং বশির। তাদের মধ্যে শেষ টেস্টের দলে সুযোগ পাননি ফিশার।
তবে এখনও একাদশে সুযোগ পাওয়া নিশ্চিত নয় দলে থাকা পটস ও বশিরের। ম্যাচের আগে উইকেট বিবেচনা করে একাদশ চূড়ান্ত করবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেন পটস। এখন পর্যন্ত ১০ টেস্টে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। চলতি বছরের জুলাইয়ে সর্বটেস্ট খেলা বশির ১৯ ম্যাচে ৬৮ উইকেট নিয়েছেন।
প্রথম চার টেস্ট শেষে সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের পঞ্চম টেস্ট।
শেষ টেস্টের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ ও জশ টাং।