শিরোনাম

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসরে সিলেট টাইটান্সের হয়ে বড় সাফল্যের জন্য মুখিয়ে আছেন পাকিস্তানের অভিজ্ঞ বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির।
সরাসরি চুক্তিতে আমিরকে দলে নিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।
আজ এক ভিডিও বার্তায় আমির বলেন, ‘এই বিপিএল মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সিলেট দলে যোগ দিতে এবং দলটির হয়ে লড়াই করতে মুখিয়ে আছি। সমর্থকদের সমর্থন এবং ভালোবাসা আমাদের জন্য সবকিছু। এবার আমরা আরও বড় কিছু অর্জন করতে চাই।’
সিলেট ভক্তদের জন্য স্থানীয় ভাষাতেও একটি বিশেষ বার্তা দিয়েছেন আমির। তিনি বলেন, ‘আমরা সবাই সিলেটবাসী, আমরা টাইটান্স। এবার দেখাব আমরা কি করতে পারি।’