বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে দু’দল। বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ই প্রধান লক্ষ্য দু’দলের। 

ভারতের কটকে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। 

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলংকার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০২৪ সালের সর্বশেষ আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা জিতে ভারত। 

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে মাঠে  নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার পর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। 

দুই সিরিজের দশ ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের হাতে দশ ম্যাচ আছে। এই দশ ম্যাচ দিয়ে আমাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। প্রতিযোগিতা যত এগিয়ে আসবে তত বিশ্বকাপের দিকে মনোযোগ বাড়বে। আশা করি এই দুই সিরিজ দিয়ে ছেলেরা নিজেদের ভালভাবে ঝালিয়ে নেবে।’

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ব্যাটার শুভমান গিল। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোরের ম্যাচে ইনজুরিতে পড়েন পান্ডিয়া। আর সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঘাড়ের ইনজুরিতে পড়েছিলেন গিল। 

পান্ডিয়া ও গিলের খেলার ব্যাপারে অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘গিল খেলার জন্য ফিট আছে। পান্ডিয়া খেললে দলে অনেক বিকল্প এসে যায়। ওর অভিজ্ঞতা অমূল্য। বড় প্রতিযোগিতায় সব সময়ে ভাল খেলে সে। পান্ডিয়া ফেরায় দলে ভারসাম্য বাড়বে।’

ভারতের মত বিশ্বকাপের আগে দশ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকাও। এই দশ ম্যাচ প্রোটিয়াদের কাছেও গুরুত্বপূর্ণ। বিশেষভাবে ভারত সিরিজকে বিশেষ চোখে দেখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। 

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। এই দশ ম্যাচ দলের সাফল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরমধ্যে ভারতের বিপক্ষে সিরিজটি অনেক বেশি উপকৃত করবে আমাদের। কারণ ভারতের মাটিতেই হবে বিশ্বকাপ। এই সিরিজ থেকে আমরা যা শিখতে পারব এবং যা অর্জন করব, সবই বিশ্বকাপের মঞ্চে কাজে আসবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩১বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারতের জয় ১৮ ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

দক্ষিণ আফ্রিকা : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টমান, কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কিওয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, ট্রিস্টান স্টাবস।

ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, হার্শিত রানা ও ওয়াশিংটন সুন্দর।