বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:২৫

টি২০ বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন কারস্টেন

ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আগামী বছর টি২০ বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন। প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সাথে তিনি নামিবিয়ার ক্রিকেটে কাজ করবেন। 

ক্রিকেট নামিবিয়ার এক বিবৃতিতে কারস্টেন বলেছেন, ‘ক্রিকেট নামিবিয়ার সাথে কাজ করা সত্যিই সৌভাগ্যের বিষয়। এখানকার হাই-পারফরমেন্স ক্রিকেট পরিবেশ তৈরিতে নিষ্ঠা এবং দৃঢ় সংকল্প দেখে আমি পুরোপুরি মুগ্ধ। নতুন অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম দেখে মনে হয়েছে বিশ্বের সেরা ক্রিকেট দেশগুলির সাথে প্রতিযোগিতা করার জন্য ইতোমধ্যেই নামিবিয়ার মধ্যে যে প্রতিশ্রুতির জন্ম হয়েছে এটা তারই প্রমান। তাদের সিনিয়র পুরুষ জাতীয় দল ভালো পারফর্ম করছে এবং আমি আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতিতে সহযোগিতা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

২০২১, ২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ তিনটি টি২০ বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করেছিল নামিবিয়া। টি২০ ক্রিকেটে তাদের উত্তোরোত্তর উন্নতির প্রমান এটাই। ২০২৭ সালের টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের সাথে তৃতীয় স্বাগতিক দেশ হিসেবে নামিবিয়ার নাম ইতোমধ্যেই ঘোষনা করা হয়েছে। 

১৯৯৩-২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার ছিলেন কারস্টেন। অবসরের পর তিনি কোচিংকে পেশা হিসেবে বেছে নেন। ২০০৭ সালে ভারতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারত শিরোপা জয় করেছিল। এরপর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি কোচের দায়িত্ব পালন করে নিজেকে প্রমান করেছেন। গত বছর অল্প সময়ের জন্য পাকিস্তান ওয়ানডে ও টি২০ দলেরও কোচের দায়িত্বে ছিলেন।