শিরোনাম

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে অংশ নিতে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে বাংলাদেশ প্যারা আরচ্যারী দল।
আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আরব আমিরাতের দুবাইয়ে এই গেমস অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দলে রয়েছেন ২ জন বালক ও ১ জন বালিকা আরচ্যার। প্যারা আরচ্যারী দলের সদস্যরা হলেন : মো: রবিউল মাতব্বর, মো: গোলাম কিবরিয়া, সাথী খাতুন এবং দলীয় কোচ আশরাফুল ইসলাম।
ইয়ুথ গেমসকে সামনে রেখে টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে নিয়মিত অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ দল।
গেমস শেষে আগামী ১৫ ডিসেম্বরে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।