বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১৩

৭ম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়

ছবি : বাসস

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মালদ্বীপে অনুষ্ঠিত ৭ম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে।

সুইস লিগের ফাইনালে ভারতের আব্দুল আসিফের কাছে পরাজিত হয়ে বাংলাদেশের হাফিজুর রহমান রৌপ্য পদক জয় করেন।

ক্যারম বিশ্বকাপের টিম ইভেন্টে বাংলাদেশ পুরুষ দল মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে। এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক জয় করেছে ভারত ও শ্রীলংকা।

৭ম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আনিছ আহমেদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা। পুরুষ দ্বৈতের খেলায় বাংলাদেশ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছে। বাংলাদেশের দুই খেলোয়াড় হাফিজুর ও হেমায়েত একটি করে স্লাম (একবারে সকল গুটি ফেলে দেওয়া) করেন।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানী সুইজারল্যান্ড, ইতালি, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্বাগতিক মালদ্বীপসহ ১৭টি দেশ অংশ নিচ্ছে।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি এ এফ এম এহতেশামুল হক (তুহিন) বিশ্বকাপের সময় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশনের কংগ্রেসে যোগ দিয়েছেন।