শিরোনাম

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক ওপেনার ডেভিড মালান।
আজ আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মালানের খেলার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।
গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মালান। বরিশালের হয়ে নয় ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ৩১৬ রান করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিলেন ইংল্যান্ডের হয়ে ৬২ ম্যাচে ১৮৯২ রান করা মালান।
ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, পাকিস্তানের ইফতিখার আহমেদ এবং ফাহিম আশরাফের সাথে সরাসরি চুক্তি করেছে রংপুর।
দেশি খেলোয়াড়দের মধ্যে নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে এবং নিলাম থেকে লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানার মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে রংপুর।
এদিকে দলের প্রধান কোচ হিসেবে মিকি আর্থারের নাম ঘোষণা করেছে রংপুর।