বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২

নাইমের লড়াকু হাফ-সেঞ্চুরির পরও প্রথম দিন অলআউট রাজশাহী

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : নাইম আহমেদের লড়াকু হাফ-সেঞ্চুরির পরও ২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিনই অলআউট হয়েছে রাজশাহী বিভাগ। প্রথমে ব্যাট করতে নেমে ময়মনসিংহ বোলারদের তোপে ৫৪.২ ওভারে ২১৯ রানে অলআউট হয় রাজশাহী। জবাবে দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ৭৩ রান করেছে ময়মনসিংহ। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৪৬ রানে পিছিয়ে ময়মনসিংহ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪৫ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। মাত্র ৬ রান করে আউট হন ওপেনার ও অধিনায়ক সাব্বির হোসেন। 

মারুমুখী ব্যাটিং হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৪ রানে আউট হন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান। তার ৩৬ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিল। 

দলীয় ৬৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন নাইম আহমেদ ও প্রিতম কুমার। ব্যক্তিগত ২৪ রানে প্রিতম ফেরার পর ময়মনসিংহের পেসার আব হায়দার রনির তোপে ধস নামে রাজশাহীর মিডল অর্ডারে। 

এসএম মেহরব হাসানকে শূন্য, রহিম আহমেদকে ৫ ও শাকির হোসেন শুভ্রকে ৪ রানে আউট করেন রনি। এতে ১৫৫ রানে সপ্তম উইকেট হারিয়ে ২শর নীচে গুটিয়ে যাবার মুখে পড়ে রাজশাহী। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট-ছোট জুটি গড়ে দলের রান ২শ এবং নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাইম। 

শেষ ব্যাটার হিসেবে নাইম আউট হলে ২১৯ রানে অলআউট হয় রাজশাহী। ১২৮ বল খেলে ১১টি চার ও ২টি ছক্কায় নিজের ৮১ রানের ইনিংস সাজান নাইম। 

রনি ৩টি, গালিব ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় ময়মনসিংহ। দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার নাইম শেখ ও খালিদ হাসান। 

নাইম ৩৩ রানে থামলে ক্রিজে খালিদের সঙ্গী হন আরিফুল ইসলাম। ৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন তারা। খালিদ ২৮ ও আরিফুল ৫ রানে অপরাজিত আছেন। 

আব্দুর রহিম ও মোহর শেখ ১টি করে উইকেট নেন।