বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ২০:০৩

টি-টোয়েন্টিতে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে : সালাউদ্দিন

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

চলতি বছর ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৫টিতে জিতেছে বাংলাদেশ। ১৪টি হারের সাথে ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিজেদের টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। 

এছাড়া টানা চারটিসহ এ বছর পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। 

ভারত ও শ্রীলংকার মাটিতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভাল করার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বলে মনে করেন সালাউদ্দিন। 

মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভাল উন্নতি হয়েছে। আমরা নিজেদের জন্য একটি লক্ষ্যস্থির করেছি এবং সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি চলে এসেছি। 

আমি বলব না যে, আমরা সবকিছু অর্জন করেছি। কিন্তু এ বছর আমাদের বেশিরভাগ সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেকগুলো টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। যা আমাদের উন্নতি করতে সাহায্য করেছে। বিশ্বকাপের আগে আমাদের অনেক পরিকল্পনা আছে। এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমরা যে ফলাফল আশা করেছিলাম তা পেয়েছি।’

টি-টোয়েন্টি ক্রিকেট কিভাবে খেলতে হবে সেই ধারণা এ বছর খেলোয়াড়রা ভালভাবে পেয়েছে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টি-টোয়েন্টি সর্ম্পকে ভাল হয়েছে খেলোয়াড়দের। তারা এখন জানে কিভাবে খেলা উচিত। এ বছর এটিই সবচেয়ে বড় অর্জন।’

তিনি আরও বলেন, ‘ব্যাটাররা নিজেদের দায়িত্ব অনুযায়ী খেলেছে। এমন সময় ছিল, যখন পরিকল্পনা বাস্তবায়ন হত না। এখন সবাই নিজেদের দায়িত্ব সর্ম্পকে ভাল বুঝতে পারে।’

২০২৫ সালে বাংলাদেশ ৬টি টেস্ট খেলেছে। এরমধ্যে তিনটিতে জয় ও দু’টি হার এবং ১টিতে ড্র করেছে। 

এমন পারফরমেন্সকে ইতিবাচক বলছেন সালাউদ্দিন। তিনি জানান, টেস্ট দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। 

সালাউদ্দিন বলেন, ‘আমাদের টেস্ট দল উন্নতি করলেও, ফলাফল ধীরে ধীরে আসছে। তবে আমি বিশ্বাস করি, টেস্ট দলের অগ্রগতি ভাল হচ্ছে।’

এ বছর ওয়ানডেতে ১১ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় ও ৮টিতে হেরেছে বাংলাদেশ। এ ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘ওয়ানডেতে আমরা নিয়মিত সিরিজ খেলি না, যা আমাদের ফলাফলে প্রভাব ফেলছে। এছাড়াও ওয়ানডে দলকে ভাল অবস্থায় নিয়ে আসা চার-পাঁচজন খেলোয়াড় সাম্প্রতিক বছরে খুব বেশি খেলেনি। তাদের শূন্যতা পূরণে আমাদের আরও সময় প্রয়োজন।’