শিরোনাম

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইফতিখার হোসেন ইফতি ও হাফিজুর রহমানের হাফ-সেঞ্চুরিতে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৮৬ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান করেছে বরিশাল বিভাগ। ইফতি ৬৩ ও হাফিজুর ৫৮ রান করেন।
রাজশাহীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বরিশালকে ৭৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মইনুল ইসলাম ও ইফতি। মইনুল ৫টি চারে ৩৯ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ইফতি। ১০টি চারে ৬৩ রান করে বিদায় নেন তিনি।
এরপর ফজলে মাহমুদ রাব্বি ৩৬, শামসুর রহমান শুভ ১১ ও জাহিদুজ্জামান খান ৮ রানে আউট হলেও, হাফিজুর রহমানের ব্যাটে রানের চাকা সচল ছিল বরিশালের। দলের রান ২শ ও নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আউট হন হাফিজুর। ১০ বাউন্ডারিতে ৫৮ রান করেন তিনি।
দলীয় ২২৫ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে হাফিজুর ফেরার পর ক্রিজে আসেন সোহাগ গাজী। অন্যপ্রান্তে সতীর্থরা টিকতে না পারলে দিনের এক বল বাকী থাকতে দলীয় ২৬৯ রানে নবম উইকেট হারায় বরিশাল।
এরপর দিনের শেষ বল সামাল দিয়ে বরিশালকে প্রথম দিনই অলআউটের হাত থেকে রক্ষা করেন রুয়েল মিয়া। ৯ উইকেটে ২৬৯ রানে দিন শেষ করে বরিশাল।
৩টি চার ও ১টি ছক্কায় ২৫ রানে অপরাজিত আছেন সোহাগ।
মহিউদ্দিন তারেক ৩টি ও আবু জায়েদ রাহি ২টি উইকেট নেন।