শিরোনাম

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে সফরকারী ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে আরও ৪৩ রান করতে হবে ইংলিশদের।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে পাঁচ ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫১১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ১৭৭ রানের বড় লিড পায় অসিরা। বড় ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৩৪ রান করেছে ইংল্যান্ড।
ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নেসার ১৫ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন নেসার ১৬ রানে আউট হলেও, হাফ-সেঞ্চুরি তুলে থামেন ক্যারি। ৬টি চারে ৬৯ বলে ৬৩ রান করেন তিনি।
দলীয় ৪১৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে ক্যারি ফেরার পর অস্ট্রেলিয়ার স্কোর ৫শর দিকে নিয়ে যান দুই পেসার মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। নবম উইকেটে ১৬৫ বলে ৭৫ রান যোগ করেন তারা।
দলীয় ৪৯১ রানে নবম ব্যাটার হিসেবে স্টার্ক ফিরলেও, ৫শর আগে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ উইকেটে বোল্যান্ড ও ব্রেন্ডান ডগেটের ২০ রানের জুটিতে অস্ট্রেলিয়ার রান ৫শ স্পর্শ করে। শেষ পর্যন্ত ১১৭.৩ ওভারে ৫১১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস থেকে ১৭৭ রানের বড় লিড পায় অসিরা।
ব্যক্তিগত ১৩ রানে শেষ ব্যাটার হিসেবে ডগেট আউট হলেও ২১ রানে অপরাজিত থাকেন বোল্যান্ড। ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৪টি ও অধিনায়ক বেন স্টোকস ৩টি উইকেট নেন।
১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৮ রানের সূচনা করে ইংল্যান্ড। ১৫ রান অবদান রেখে ফিরেন ওপেনার বেন ডাকেট। আরেক ওপেনার জ্যাক ক্রলির সাথে ৪২ রান যোগ করে থামেন তিন নম্বরে নামা ওলি পোপ। ৪টি চারে ২৬ রান করেন তিনি।
নেসারের বলে পোপ ফেরার ৭ রান পরই প্যাভিলিয়নের পথ ধরেন ক্রলি। ৬টি চারে ৪৪ রান করে নেসারের দ্বিতীয় শিকার হন ক্রলি।
৯৭ রানে ৩ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ও জো রুট ও হ্যারি ব্রুক। কিন্তু এই জুটিকে ২৪ রানের বেশি যোগ করতে দেননি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট শিকার করা মিচেল স্টার্ক। ১৫ রান করা রুটকে শিকার করেন স্টার্ক।
রুট ফেরার পর দিনের শেষভাগে আরও ২ উইকেট হারায় ইংল্যান্ড। ব্রুককে ১৫ রানে বোল্যান্ড এবং জেমি স্মিথকে ৪ রানে স্টার্ক শিকার করেন।
এরপর দিনের শেষ ১৫ বল আর কোন বিপদ ছাড়াই পার করে দেন স্টোকস ও উইল জ্যাকস। স্টোকস ও জ্যাকস ৪ রানে অপরাজিত আছেন।
স্টার্ক-বোল্যান্ড ও নেসার ২টি করে উইকেট নেন।