শিরোনাম

রাঙ্গামাটি, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি জেলার কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পৌরসভা চত্বর পর্যন্ত দীর্ঘ ২৪ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে।
পর্যটন, সৌন্দর্য পাহাড়, লেক এবং খেলাধুলা, সবুজায়ন,আলোকায়ন ও পরিচ্ছন্ন পৌরসভা গড়াই লক্ষ্য- এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে শনিবার সকালে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ম্যারাথন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনকালে পৌরসভা প্রশাসক বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভুমি রাঙ্গামাটিকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভার পক্ষ থেকে সচেতনতামুলক বিভিন্ন কর্মসুচীর অংশ হিসেবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি। এছাড়া শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলাসহ সামাজিক বনায়ক কার্যক্রমকে বেগবান করতে আমরা ইতোপূর্বে অনেক কাজ করেছি।
এছাড়া কাপ্তাই লেকের সৌন্দর্য্য তুলে ধরতে পৌরসভার পক্ষ থেকে খুব শিগগিরই কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান তিনি। পৌরসভার এসব চলমান কাজ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পৌরসভা সুত্রে জানা যায় পুরুষ ও নারী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনাকারীকে যথাক্রমে ১০ হাজার, ৮ হাজার এবং ৬ হাজার টাকা প্রদান করা হবে।
এছাড়াও উর্ধ্ব-৪০ দৌড় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জণকারীকে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা প্রাইজমানি হিসেবে দেয়া হবে।
রাঙ্গামাটি জেলা পৌরসভার আয়োজনে ৩’শতাধিক পুরুষ ও মহিলা প্রতিযোগি এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।
কাপ্তাই সুইডেন পলিটেকনিক রোভার স্কাউটস, কাপ্তাই বন বিভাগ ও রেড ক্রিসেন্ট ম্যারাথন দৌড়ে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করেছেন।