বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩

সৌম্যর হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন খুলনার সংগ্রহ ৯ উইকেটে ৩০২

ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ওপেনার সৌম্য সরকারের হাফ-সেঞ্চুরিতে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৭৮.৩ ওভারে ৯ উইকেটে ৩০২ রান করেছে খুলনা বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সৌম্য। 

বগুড়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা খুলনাকে ১২৩ বলে ৯৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার অমিত মজুমদার ও সৌম্য। এই জুটিতেই ৪৭ বল খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সৌম্য। 

হাফ-সেঞ্চুরির পর রংপুরের স্পিনার নাসির হোসেনের বলে আউট হন সৌম্য। ১১টি চার ও ১টি ছক্কায় ৫৫ বলে ৫৬ রান করেন তিনি। 

দলের রান ১শ পার করে থামেন অমিত। ৪টি বাউন্ডারিতে ২৭ রান করেন তিনি। অমিত ফেরার পরের ওভারে আউট হন তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। ৬ রান করেন এই ডান-হাতি ব্যাটার। 

১০৮ রানে তৃতীয় উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়েন উইকেটরক্ষক ইমরানুজ্জামান ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন। উইকেটে সেট হয়ে ইমরানুজ্জামান ৩৪ ও মিঠুন ৩৩ রানে আউট হন। 

দলীয় ১৯৫ রানে পঞ্চম উইকেট পতনের পর পরের দিকের ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে দিন শেষে ৩শ রান স্পর্শ করতে পারে খুলনা। ৯ উইকেটে ৩০২ রানে দিন শেষ করে খুলনা। 

আফিফ হোসেন ধ্রুব ২১, জিয়াউর রহমান ৩৬, নাহিদুল ইসলাম ৩০ রান করেন। মেহেদি হাসান রানা ২৮ ও আব্দুল হালিম ২ রানে অপরাজিত আছেন। 

নাসির ৩টি, মুকিদুল মুগ্ধ ও সোহেল রানা ২টি করে উইকেট নেন।