বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩

মরক্কোকে পেয়ে গ্রুপ কঠিন হয়ে গেছে : আনচেলত্তি

ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলে চমকে দেয়া মরক্কো আগামী বছর বিশ্বকাপে গ্রুপ পর্বে সি-গ্রুপে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে।

শক্তিশালী মরক্কোকে পেয়ে গ্রুপ পর্ব কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। 

গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত ড্র অনুযায়ী বিশ্বকাপের সি-গ্রুপে ব্রাজিল মরক্কো ছাড়াও প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হাইতি ও স্কটল্যান্ডকে। ২৮ বছর পর প্রথবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটিশরা। অন্যদিকে ১৯৭৪ সালে একবারই বিশ্বকাপে খেলা হাইতি ঐ আসরে সবগুলো ম্যাচেই পরাজিত হয়েছিল। 

গতকাল ড্রয়ের পর ব্রাজিলিয়ান টেলিভিশন স্পোর্টভি’কে আনচেলত্তি বলেছেন, ‘সর্বশেষ কাতার বিশ্বকাপে মরক্কো দুর্দান্ত খেলেছে। স্কটল্যান্ডও শক্তিশালী দল। আর এসবই সি-গ্রুপকে কঠিন করে তুলেছে। ’

আগামী বছর ২৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ছয়দিন পর হাইতি ও ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। 

ইতালিয়ান আনচেলত্তি আরো বলেছেন, ‘আমাদের ভালভাবে প্রস্তুতি নিতে হবে এবং গ্রুপের শীর্ষ দল হিসেবে এগিয়ে যাবার লক্ষ্যস্থির করতে হবে।’

গত বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল তাদের সেরাটা দিতে পারছে না। ঐ সময় থেকে ইতোমধ্যেই চারবার কোচ পরিবর্তন করেছে। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় সেলেসাওরা। 

১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও মরক্কোর মোকাবেলা করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে মরক্কোকে ৩-০ ও স্কটল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছিল ব্রাজিল। ঐ আসরে ফাইনালে খেললেও শেষ পর্যন্ত স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে হতাশ হতে হয়। এর ছয় বছর পর ঐতিহাসিক এক ম্যাচে হাইতিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল রোনাল্ডো, রোনালদিনহোরা।