বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭

ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আগামী বছর ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪৮ দলের বর্ধিত কলেবরের এবারের আসরের গ্রুপ নির্ধারণের জন্য কাল ড্র অনুষ্ঠিত হয়ে গেল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। এখনো ছয়টি দল চূড়ান্ত হওয়ার বাকি। ইউরোপিয়ান প্লে অফ খেলে চার দল ও আন্ত:মহাদেশীয় প্লে অফ থেকে দুটি দল জায়গা করে নেবে মূল পর্বে।

২০২৬ সালের ১২ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল ইভেন্টের যাত্রা শুরু হবে। 

বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা দ্বিতীয় দিন যথাত্রমে প্যারাগুয়ে ও প্লে-অফ বিজয়ী দলের বিপক্ষে লস এ্যাঞ্জেলস ও টরেন্টোতে মাঠে নামবে। 

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জে-গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সি-গ্রুপে লড়বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের। 

এল-গ্রুপের ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। এই গ্রুপের অপর দুই দল হলো পানামা ও ঘানা। 

এবারের ড্র’তে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ৪৮টি দলকে আলাদা ৪টি পটে রাখা হয়েছিল, যেখানে প্রতিটি পটে ছিল ১২টি দল। প্রতিটি পট থেকে একটি করে দল চারটি করে ১২টি গ্রুপের প্রতিটিতে যাবে। এই প্রথম ফিফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল যেন একে অন্যের থেকে আলাদা থাকে। এর ফলে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড যদি গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে যায় তবে অন্তত সেমিফাইনালের আগে একে অন্যের মুখোমুখি হবেনা।

ড্র নিয়মানুযায়ী উয়েফা ছাড়া একই কনফেডারেশন থেকে একই গ্রুপে একের বেশী দল থাকবে না। ১৬টি দল যেহেতু উয়েফা বাছাইপর্ব থেকে এসেছে সে কারনে ১২ গ্রুপের চারটিতে দুটি করে ইউরোপীয়ান দল জায়গা পেয়েছে। 

১২টি গ্রুপের শীর্ষ চারটি দলের সাথে আটটি সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে ৩২ দলের নতুন রাউন্ড অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে গ্রুপ পর্বে ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এখান থেকে ৪৮ দলের মধ্যে ১৬টি দল বিদায় নিবে। 

৪৮টি দলকে চারটি করে ১২টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সিটির ১৬টি শহরে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউ জার্সির ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে। 

ফিফা ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র : 

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, উয়েফা প্লে-অফ ডি বিজয়ী

গ্রুপ বি : কানাডা, উয়েফা প্লে-অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড

গ্রুপ-সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ-ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে-অফ সি বিজয়ী

গ্রুপ-ই : জার্মানী, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডার

গ্রুপ-এফ : নেদারল্যান্ডস, জাপান, উয়েফ প্লে-অফ বি বিজয়ী, তিউনিশিয়া

গ্রুপ-জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ-এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ-আই : ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে—অফ ২ বিজয়ী, নরওয়ে

গ্রুপ-জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ-কে : পর্তুগাল, ফিফা প্লে—অফ ১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া

গ্রুপ-এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

আগেই নির্ধারিত প্লে—অফের ড্র :

উয়েফা প্লে—অফ এ : ওয়েলস, বসনিয়া-হার্জেগোভেনিয়া, ইতালি, নর্দান আয়ারল্যান্ড

উয়েফা প্লে—অফ বি : ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড, আলবেনিয়া

উয়েফা প্লে—অফ সি : স্লোভাকিয়া, কসভো, তুরষ্ক, রোমানিয়া

উয়েফা প্লে—অফ ডি : চেক প্রজাতন্ত্র,আয়ারল্যান্ড, ডেনমার্ক, নর্থ মেসিডোনিয়া

ফিফা প্লে—অফ ১ : নিউ ক্যালেডোনিয়া, জ্যামাইকা, ডিআর কঙ্গো

ফিফা প্লে—অফ ২ : বলিভিয়া, সুরিনাম, ইরাক।