বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:৫২

দিবা-রাত্রির টেস্টে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের

ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : দিবা-রাত্রির টেস্ট ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেট দল। 

ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মিলে ৭ উইকেটে ৩৮৭ রান করেছে। ইংল্যান্ড ১ উইকেটে ৯ রান এবং অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৭৮ রান করে। ফলে ভেঙে যায় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ছয় বছর আগের পুরানো রেকর্ড। 

গত ছয় বছর ধরে দিবা-রাত্রির টেস্টে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড দখলে রেখেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ২০১৯ সালে অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্টে এক দিনে ৮ উইকেটে ৩৮৩ রান করেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। 

ঐ টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ২ উইকেট ২৮৭ এবং পাকিস্তান ৬ উইকেটে ৯৬ রান করেছিল। ম্যাচটি ইনিংস ও ৪৮ রানে জিতেছিল অসিরা। 

দিবা-রাত্রির টেস্টের একদিনে তৃতীয় সর্বোচ্চ রান অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে। ২০২৪ সালে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৫১ রান এবং ভারত ৫ উইকেটে ১২৮ রান তুলেছিল। ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অসিরা।