শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ডান-হাতি পেসার হাবিবা ইসলামের বোলিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে। প্রথম ম্যাচ ১৩ রানে জিতেছিল পাকিস্তান।
কক্সবাজারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ৮০ রানে আটকে যায় সফরকারী পাকিস্তান। দলের হয়ে কমল খান সর্বোচ্চ ২৮ রান করেন।
এছাড়া জোফিশান আয়াজ ১৭ ও রাভাইল ফারহান ১৫ রান করেন।
৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা পারফরমার হাবিবা। ১টি করে উইকেট নেন অতশি মজুমদার ও জেরিন তাসনিম।
জবাবে ৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আউট হওয়া চার ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেনি।
তবে এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখে বাংলাদেশকে লড়াই রাখেন ওপেনার ও উইকেটরক্ষক সুমাইয়া আকতার। ১টি চারে ৩৮ বলে ৩২ রান করে ১৭তম ওভারে আউট হন সুমাইয়া।
দলীয় ৬২ রানে সুমাইয়া ফেরার পর ফারজানা ইয়াসমিনের ১০ ও সাদিয়া আকতারের অনবদ্য ১৩ রানের সুবাদে ১ ওভার বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচ সেরা হন হাবিবা।
একই ভেন্যুতে আগামী ৭ ডিসেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।