বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৭

লয়েড-গাভাস্কার-দ্রাবিড়ের কাতারে রুট

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে নিজ দেশের বাইরে তিন দেশে এক হাজার রানের নজির গড়েছেন ইংল্যান্ডের জো রুট।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেন রুট। এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার মাটিতে এক হাজার রান পূর্ণ করেন তিনি। এই নিয়ে তৃতীয় কোনো দেশে ১ হাজার করলেন রুট। এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, ভারতের সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড স্পর্শ করেছেন রুট। লয়েড-গাভাস্কার ও দ্রাবিড়ের ভিন্ন তিন দেশে এক হাজার করে রান আছে।

ভারতের মাটিতে ১২৭২, নিউজিল্যান্ডের মাটিতে ১০০৬ ও অস্ট্রেলিয়ার মাটিতে ১০৩৫ রান করেছেন রুট।

দেশের বাইরে অন্য দেশে এক হাজার রান করার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মাটিতে অন্তত ১ হাজার করে রান আছে টেন্ডুলকারের।