বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪

ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩১৯ রান, নিউজিল্যান্ডের ৬ উইকেট

ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে আরও ৩১৯ রান করতে হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রয়োজন মাত্র ৬ উইকেট।

ক্রাইস্টচার্চে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে ৫৩১ রানের বিশাল লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে অধিনায়ক শাই হোপের লড়াকু সেঞ্চুরির কল্যাণে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ২১২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৩১ রান এবং ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ১৬৭ রানে।

এর আগে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪১৭ রান। এতে তারা ৬ উইকেট হাতে রেখে ৪৮১ রানে এগিয়ে ছিল। চতুর্থ দিনের প্রথম সেশনে আরও ৪৯ রান যোগ করে ৪ উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করে কিউইরা। এই ইনিংসে অধিনায়ক টম লাথাম করেন ১৪৫ রান এবং রাচিন রবীন্দ্র খেলেন দুর্দান্ত ১৭৬ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচ ৭৮ রানে ৫ উইকেট নেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৮৬তম ম্যাচে ১২তমবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার।

৫৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২৪ রানে সূচনা করার পর ৭২ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে তারা। জন ক্যাম্পবেল ১৫, ত্যাগনারায়ান চন্দরপল ৬, অ্যালিক আথানাজে ৫ এবং অধিনায়ক রোস্টন চেজ ৪ রানে আউট হন।

পঞ্চম উইকেটে শাই হোপ ও জাস্টিন গ্রেভস দৃঢ় হাতে হাল ধরেন। শতরানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান তারা। এই জুটিতেই হোপ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ স্বস্তি খুঁজে পায় হোপের সেঞ্চুরির মাধ্যমে। ২৭৫ বল খেলে ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের ইতি টানেন হোপ-গ্রেভস। হোপ অপরাজিত আছেন ১১৬ রানে, যেখানে রয়েছে ১৫টি চার ও ১টি ছক্কা। গ্রেভস অপরাজিত ৫৫ রানে। 

নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি নিয়েছেন ২ উইকেট।