বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৪১

২০২৯ নারী ইউরোর স্বাগতিক জার্মানী

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ২০২৯ নারী ইউরো চ্যাম্পিয়নশীপের স্বাগতিক হিসেবে জার্মানীর নাম ঘোষনা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। 

রেকর্ড আটবারের ইউরো জয়ী জার্মানী, পোল্যান্ড ও সুইডেন-ডেনমার্কের যৌথ বিডকে পরাজিত করে স্বাগতিক হবার স্বত্ব ছিনিয়ে নেয়। এনিয়ে তৃতীয়বারের মত জার্মানীর মাটিতে বসতে যাচ্ছে নারীদের ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২৪ সালে পুরুষদের ইউরোও জার্মানীতে অনুষ্ঠিত হয়েছে। 

২০২৭ নারী বিশ্বকাপের বিডে পরাজিত জার্মানীর জন্য ইউরোর আয়োজন অনেকটাই সান্তনার। ফিফা ২৭’র নারী বিশ্বকাপের জন্য ব্রাজিলকে বেছে নিয়েছে। 

ইউরোর স্বত্ব পাবার পর জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নারী ফুটবলের সহ-সভাপতি হেইক উলরিচ বলেছেন, ‘অসাধারাণ, এটি স্বপ্ন সত্যি হবার মত ঘটনা। ২০০১ সালের পর আবারো আমরা জার্মানীতে নারী ইউরো আয়োজনের সুযোগ পেয়েছি।’

জার্মানীর বিডে ইউরো আয়োজনের জন্য আটটি স্টেডিয়ামের নাম বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ৭০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মিউনিখের আলিয়াঁজ এরেনা, ৬৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ডর্টমুন্ডের ওয়েস্টফালেনস্টেডিয়ন। বাকি স্টেডিয়ামগুলোর ধারনক্ষমতাও ৪৫ হাজার থেকে ৫৪ হাজারের মধ্যে। 

জামার্নী বিশ্বাস করে নারী ইউরোতে ৩১ ম্যাচে তারা মিলিয়নের উপর টিকিট বিক্রি করতে পারবে।