বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯

রংপুরে খেলবেন পাকিস্তানী ফাহিম

ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুর রাইডার্সের হয় খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। 

ফাহিমকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। 

পাকিস্তান টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ফাহিম। বিপিএলের পুরো আসরে তার সম্ভাবনা কম। কারণ আগামী ৭, ৯ এবং ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। 

এছাড়া বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা আছে পাকিস্তানের। 

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭৬ ম্যাচ খেলেছেন ফাহিম। ১৩.০৪ গড় এবং ১৩৪.০৮ স্ট্রাইক রেটে ৫৩৫ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে এখন পর্যন্ত ২৪.৮০ গড় এবং ৭.৮০ ইকোনমি রেটে ৬০ উইকেট শিকার করেছেন ফাহিম।

বিপিএলের মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ফাহিমের। ১৯টি ম্যাচ খেলে ১৭.২০ গড়  এবং ৭.৫৮ ইকোনমিতে ৩০ উইকেট আছে তার। ব্যাট হাতে ২৪.২৮ গড় ও ১৮৬.৮১ স্ট্রাইক রেটে ১৭০ রান করেছেন এই ডান-হাতি ক্রিকেটার।