শিরোনাম

ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বিদেশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য মোমিনুল হক-তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেট প্রতিযোগিতায় নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ খেলোয়াড় মোমিনুল হক ।
সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) প্রতিযোগিতায় অংশ নেবেন দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
দুবাই ক্যাপিটালসের হয়ে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে মুস্তাফিজের। এদিকে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তাসকিন।
আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত এই তিন খেলোয়াড়কে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরুর আগেই বাংলাদেশে ফিরবেন তারা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ১২তম আসর।
এদিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) টি-টোয়েন্টিতে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার জন্য আগেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে। আসন্ন বিপিএলে খেলবেন না তিনি। কারণ বিগ ব্যাশের পুরো মৌসুমে অংশ নেবেন রিশাদ।