বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

রুটের প্রথম সেঞ্চুরি ও স্টার্কের রেকর্ডের দিন ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩২৫ রান

ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড ব্যাটার জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ৪০টি শতকের মালিক রুট। তার সেঞ্চুরিতে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৯ উইকেটে ৩২৫ রান করেছে ইংল্যান্ড। 

অস্ট্রেলিয়ার হয়ে এদিন ৬ উইকেট নিয়ে টেস্টে বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক। ১০২ টেস্টে ৪১৮ উইকেটের মালিক এখন স্টার্ক।

ব্রিজবেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে উইকেট হারায় ইংল্যান্ড। স্টার্কের বলে গোল্ডেন ডাক মারেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। 

ডাকেটের বিদায়ে ক্রিজে আসেন ওলি পোপ। রানের খাতা খুলতে পারেননি তিনিও। স্টার্কের দ্বিতীয় শিকার হন পোপ।

৫ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ১৫২ বলে ১১৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার জ্যাক ক্রলি ও রুট। ১১টি চারে ৭৬ রান করা ক্রলিকে থামিয়ে জুটি ভাঙ্গেন পেসার মাইকেল নেসার।

দলীয় ১২২ রানে ক্রলি ফেরার পর ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেনি। হ্যারি ব্রুক ৩১, অধিনায়ক বেন স্টোকস ১৯, জেমি স্মিথ শূন্য ও উইল জ্যাকস ১৯ রানে আউট হন। এরমধ্যে ব্রুককে শিকার করে টেস্টে বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হন স্ট্রার্ক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভাঙ্গেন তিনি। 

৬৫তম ওভারে জ্যাকস ফেরার পরের ওভারেই টেস্টে ৪০তম সেঞ্চুরি পূর্ণ করেন রুট। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। এজন্য ৩০ ইনিংস অপেক্ষা করতে হয়েছে তাকে। 

৬৭তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রথম দিনই অলআউটের মুখে ফেলেন স্টার্ক। দশম উইকেটে জোফরা আর্চারকে নিয়ে ৪৪ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের রান ৩শ পার করে দিন শেষ করেছেন রুট। দিবা-রাত্রির টেস্টে দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এতে ভেঙ্গে গেল নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল ও ব্লেয়ার টিকনারের রেকর্ড। ২০২৩ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে দশম উইকেটে ৫৯ রানের জুটি গড়েছিলেন ব্লান্ডেল ও টিকনার।

২০২ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৩৫ রানের অনবদ্য ইনিংস সাজান রুট। ১ চার ও ২ ছক্কায় ২৬ বলে অপরাজিত ৩২ রান করেছেন আর্চার। 

১৯ ওভার বল করে ৭১ রানে ৬ উইকেট শিকার করেন স্টার্ক। টেস্টে এই নিয়ে ১৮তমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধি উইকেট নিলেন তিনি।