বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮

ভোলায় অত্যাধুনিক 'গজনবী' স্টেডিয়াম ও সুইমিংপুল উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

ভোলা, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আধুনিক রূপে নির্মিত ভোলার বহুল প্রতিক্ষিত গজনবী স্টেডিয়াম, সুইমিংপুল ও জেলার চরফ্যাশন মিনি স্টেডিয়াম উদ্বোধন হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালী এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এসময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করার কাজ করে যাচ্ছেন। দেশের স্টেডিয়ামগুলোকে খেলাধুলা ও সাস্কৃতিক চর্চার ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এই উদ্বোধনের মধ্য দিয়ে ভোলার ক্রীড়াপ্রেমী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হলো। একই সাথে ভোলার ক্রীড়াঙ্গন আরও বেশী গতিশীল হয়ে উঠবে বলে মনে করেন ভোলাবাসী।

জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অর্থায়নে ৫২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে নির্মিত ভোলা গজনবী স্টেডিয়ামে রয়েছে ইনডোর, সুইমিংপুল, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, জিমনেশিয়াম সুবিধা। এখানে একসাথে ১২ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। 

পাশাপাশি ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আধুনিক সুইমিং পুল। 

এছাড়াও ১৮ কোটি ৭৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে জেলার চরফ্যাশন মিনি স্টেডিয়াম।

এদিকে আজ একই দিনে দেশের বিভিন্ন স্থানে ১১টি স্থাপনা ও ভিত্তিপ্রস্তরর উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত ভার্চুয়ালী এ উদ্বোধনী অনুষ্ঠানে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন, জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনীতিক নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য জেলায় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, ক্রীড়া কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।