বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল

ছবি : বাসস

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জুনিয়ার হকি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ধরে রেখেছেন আমিরুল ইসলাম। আজ ভারতের তামিল নাড়ুর মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ১৭-২৫তম স্থান নির্ধারণী রাউন্ডে আমিরুলের হ্যাটট্রিকসহ পাঁচ গোলের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। প্রথমবার জুনিয়র বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ এই প্রথম জয় তুলে নিল।

আমিরুল ছাড়াও হ্যাটট্রিক করেছেন রাকিবুল হাসান। এছাড়া জোড়া গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজু।

ম্যাচের ১১, ১৫, ১৫, ৩৪ ও ৫৩ মিনিটে আমিরুল হ্যাটট্রিকসহ পাঁচ গোল পূরণ করেন। পেনাল্টি কর্ণার থেকে তিন গোল করেন আমিরুল। ১৮, ৩৫ ও ৪৭তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেছে রাকিবুল। ৩৩ ও ৪৭তম মিনিটে দুই গোল করেছেন আব্দুল্লাহ, ৫১ ও ৬০তম মিনিটে স্কোরশিটে নাম লিখিয়েছেন সাজু। একপেশে ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ৪০ মিনিটে বাকি গোলটি করেছেন ওবায়দুল হাসান জয়।

এবারের বিশ্বকাপে এনিয়ে আমিরুল তৃতীয় হ্যাটট্রিক করলেন। আজকের ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন রাকিবুল।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল। ঐ ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ান সাথে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক পেয়েছেন আমিরুল। পরের ম্যাচে বর্তমান রানার্স-আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা।