বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮

তিন সেঞ্চুরির ম্যাচে দুর্দান্ত জয় দক্ষিণ আফ্রিকার

ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বিরাট কোহলি ও ঋুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি ম্লান করে আইডেন মার্করামের শতকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। 

গতরাতে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে হারিয়েছে ভারতকে।  সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে জয় পেয়েছিল ভারত। এই নিয়ে তৃতীয়বার ভারত ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেটের এক ম্যাচে তিন ব্যাটার সেঞ্চুরি করলেন।  

রায়পুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ভারত। যশ্বসী জয়সওয়াল ২২ ও রোহিত শর্মা ১৪ রানে আউট হন। 

দুই ওপেনার ফেরার পর তৃতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের ব্যাটার হাতে শাসন করেন কোহলি ও ঋুতুরাজ। ১৫৬ বল খেলে ১৯৫ রান যোগ করেন তারা। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পান ঋুতুরাজ। শতকের পর দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের বলে আউট হন তিনি। ১২ চার ও ২ ছক্কায় ৮৩ বলে ১০৫ রান করেন ঋুতুরাজ। 

ঋুতুরাজ ফেরার পর ওয়ানডেতে ৫৩তম সেঞ্চুরির স্বাদ নেন কোহলি। দলীয় ২৮৪ রানে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার লুঙ্গি এনগিডির শিকার হন তিনি। ৭টি চার ও ২টি ছক্কায় ৯৩ বলে ১০২ রান করেন কোহলি। প্রথম ওয়ানডেতে ১৩৫ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন তিনি।

এরপর অধিনায়ক লোকেশ রাহুলের ৪৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ঝড়ো ৬৬ ও রবীন্দ্র জাদেজার ২৪ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রানের বড় সংগ্রহ পায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান টিম ইন্ডিয়ার। 

সিরিজে সমতা ফেরাতে ৩৫৯ রানের টার্গেটে শুরুতে উইকেট হারানোর পর ওপেনার মার্করাম ও অধিনায়ক তেম্বা বাভুমার ৯৬ বলে ১০১ রানের জুটিতে লড়াইয়ে থাকে দক্ষিণ আফ্রিকা। 

বাভুমা ৪৬ রানে ফেরার পর ম্যাথু ব্রিটস্কিকে নিয়ে ৭০ রানের জুটি গড়ার পথে ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন মার্করাম। সেঞ্চুরি তুলে ব্যক্তিগত ১১০ রানে থামেন মার্করাম। তার ৯৮ বলের ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কা ছিল। 

দলীয় ১৯৭ রানে মার্করাম ফেরার পর চতুর্থ উইকেটে ৬৪ বলে ব্রিটস্কি ও ডেওয়াল্ড ব্রেভিসের ৯২ রানের জুটিতে ম্যাচ জয়ের লড়াইয়ে টিকে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে ৩৩ রানের ব্যবধানে ৩ ব্যাটারকে হারানোর পর সপ্তম উইকেটে কর্বিন বশ ও কেশব মহারাজের অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে ৪ বল বাকী থাকতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয় প্রোটিয়াদের। ম্যাচ সেরা হন মার্করাম। ভারতের আর্শদীপ ও কৃষ্ণা ২টি করে উইকেট নেন। 

আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।