বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫

এক মাসের জন্য মাঠের বাইরে বার্সেলোনার ওলমো

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : কাঁধের ইনজুরির কারনে মাসখানেকের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার ডানি ওলমো, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বার্সেলোনা জানায় এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গতকালকের ম্যাচে ওলমো কাঁধে চোট পায়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার ইনজুরির মাত্রা নির্নয় করা হয়েছে। আগামী কয়েকদিন তাকে নিবিড় চিকিৎসার মধ্যে থাকতে হবে। ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এক মাস সময় লাগবে।

স্প্যানিশ জাতীয় দলের মিডফিল্ডার ওলমো গতকাল এ্যাথলেটিকোর বিপক্ষে বার্সেলোনার লা লিগায় ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে দ্বিতীয় গোলটি করেছেন। এই জয়ে রিয়াল মাদ্রিদকে চার পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। 

২০২৪ সালে আরবি লিপজিগ থেকে কাতালান জায়ান্টে যোগ দেবার পর থেকে ২৭ বছর বয়সী ওলমো বিভিন্ন ইনজুরি সমস্যায় ভুগছেন। 

ওলমোর আগেই ইনজুরিতে পড়েছেন ফারমিন লোপেজ, গাভি ও মার্ক-আন্দ্রে টার স্টেগান। আগামী সপ্তাহে এইনট্র্যাখ ফ্র্যাংকফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বার্সেলোনার এই ইনজুরির তালিকা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক।